বাগেরহাটের সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার দিবাগত গভীর রাতে কয়রা নদীর নাগজোড়া খাল এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের জীবিত উদ্ধার করা হয়। অভিযানে বনদস্যুদের ব্যবহৃত একটি একনলা বন্দুক, একটি তাজা কার্তুজ ও একটি ফাঁকা কার্তুজও উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুলাভাই বাহিনীর অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে বনদস্যুরা পালিয়ে যায়, তবে অপহৃত জেলেদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করা হয়।
উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে কোস্ট গার্ড জানিয়েছে।
এই ঘটনায় সুন্দরবন এলাকায় নিরাপত্তা জোরদার করার পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।