নতুন এমপিও নীতিমালা: সাংবাদিকতা–ওকালতিসহ আর্থিক লাভজনক পেশায় থাকতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

আপলোড সময় : ০৮-১২-২০২৫ ০৮:৩০:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১২-২০২৫ ০৮:৩০:০৪ অপরাহ্ন
 

নতুন এমপিও নীতিমালা–২০২৫ অনুযায়ী বেসরকারি স্কুল–কলেজের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা আর আর্থিক লাভজনক অন্য কোনো চাকরি বা পদে থাকতে পারবেন না; প্রমাণ মিললে তাদের এমপিও বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে। নীতিমালায় বিশেষভাবে সাংবাদিকতা, আইন পেশা এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থায় বেতন-ভাতা বা সম্মানির বিনিময়ে কাজ করাকে ‘আর্থিক লাভজনক পেশা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।​
 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ রবিবার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২৫ প্রকাশ করে, যেখানে ১১.১৭ ধারার ‘ক’ ও ‘খ’ উপধারায় অন্য পেশায় সম্পৃক্ততার এই নিষেধাজ্ঞা স্পষ্টভাবে উল্লেখ আছে। নীতিমালা অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারী একাধিক পদে চাকরি করতে বা অন্য কোনো আর্থিক লাভজনক পেশায় যুক্ত থাকতে পারবেন না; তদন্তে অভিযোগ প্রমাণিত হলে এমপিও স্থগিত বা বাতিলের পাশাপাশি বিধি অনুযায়ী শাস্তি দেওয়া যাবে।​
 

এতে বলা হয়েছে, সরকারি বেতন, ভাতা বা সম্মানির পাশাপাশি কোনো বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা বা বিশেষায়িত প্রতিষ্ঠানে চাকরি করা, সাংবাদিকতা কিংবা আইন পেশায় নিয়মিত আয়ের বিনিময়ে কাজ করাকে এই নিষেধাজ্ঞার আওতায় ধরা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা ব্যাখ্যা করছেন, যেহেতু এমপিওভুক্ত শিক্ষকরা সরকারি অর্থ থেকে মূল বেতন, বাড়িভাড়া, উৎসব ভাতা ইত্যাদি পান, তাই সরকারি চাকরিজীবীদের মতোই তাদের ক্ষেত্রেও অন্য লাভজনক পেশায় যুক্ত না থাকার শর্ত আরোপ করা হয়েছে।​
 

একই নীতিমালায় এমপিওভুক্ত প্রতিষ্ঠানের বেতন–ভাতার সরকারি অংশ পেতে হলে নির্দিষ্ট সংখ্যক পরীক্ষার্থী ও ন্যূনতম পাসের হার বজায় রাখার শর্ত দেওয়া হয়েছে। পাশাপাশি উল্লেখ করা হয়েছে, সহকারী শিক্ষক হিসেবে দশম গ্রেডে টানা ১০ বছরের সন্তোষজনক চাকরির পর প্রয়োজনীয় যোগ্যতা থাকলে ‘সিনিয়র শিক্ষক’ পদে পদোন্নতি মিলবে, যেখানে পদোন্নতির পর বেতন গ্রেড হবে ৯ (২২,০০০–৫৩,০৬০ টাকা)।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]