বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়ে নিজ দলকে বিলুপ্ত ঘোষণা করেছেন, একই সঙ্গে লক্ষীপুর-১ আসনে তাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির পক্ষ থেকে এটি আন্দোলন-সংগ্রামে সেলিমের অবদানের স্বীকৃতি হিসেবে উপস্থাপন করা হয় এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আমির খসরু আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে শাহাদাত হোসেন সেলিমকে দলে বরণ করে নেন এবং জানান, ২০১৮ সালের নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে যে লক্ষীপুর-১ আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেখানেই এবার বিএনপির প্রতীক ধানের শীষে লড়বেন। সেলিম জানান, জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূচনা, পরে নানা কারণে বিএনপি ছাড়লেও হৃদয়ে সব সময় বিএনপিকেই ধারণ করেছেন এবং বাস্তবে বিএনপির সঙ্গেই রাজপথের আন্দোলনে ছিলেন।
অনুষ্ঠানে এলডিপিকে বিলুপ্ত ঘোষণা করে শাহাদাত হোসেন সেলিম বলেন, দীর্ঘ ২৫ বছর পর আবার “ঘরের ছেলেকে ঘরে ফেরা”য় তিনি গর্বিত বোধ করছেন এবং নতুন করে যে সব নেতা-কর্মী বিএনপিতে যোগ দিচ্ছেন, তাদের যথাযথ মূল্যায়নের অনুরোধ জানান। তিনি অঙ্গীকার করেন, সামনে বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করবেন এবং গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে নিজেকে সম্পৃক্ত রাখবেন।
আমির খসরু বলেন, মান-অভিমান ও অভ্যন্তরীণ প্রতিযোগিতা থাকলেও বিএনপির মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে “রক্ষা করা”, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা এবং দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া; সে লক্ষ্যেই সবাইকে এক ছাতার নিচে একতাবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। যোগদান অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমসহ দলের অন্য নেতারাও উপস্থিত ছিলেন।