অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন–ট্রাক্টর সংঘর্ষে আধাঘণ্টা বন্ধ ছিল ঢাকা–ময়মনসিংহ রুট

আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০৮:০২:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১২-২০২৫ ১০:৪২:৩৪ অপরাহ্ন

ময়মনসিংহ নগরীর একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি ইটভর্তি ট্রাক্টরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ট্রাক্টরটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে এই ঘটনায় প্রায় আধাঘণ্টা ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল।
 

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটের দিকে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সুতিয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়দের ব্যবহৃত একটি অবৈধ ও অরক্ষিত রেলক্রসিং দিয়ে একটি ট্রাক্টর অসতর্কভাবে রেললাইন পার হওয়ার সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাক্টরটি চূর্ণ-বিচূর্ণ হয়ে লাইনের পাশ থেকে ছিটকে পড়ে।
 

ময়মনসিংহ রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকতার হোসেন জানান, দুর্ঘটনার পর সন্ধ্যা ৫টা ৫৫ মিনিট থেকে ৬টা ২৫ মিনিট পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে বিকল যানবাহন সরিয়ে নেওয়ার পর ধীরে ধীরে রেল চলাচল স্বাভাবিক করা হয়।
 

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্ঘটনার মুহূর্তে চালক ট্রাক্টরটি রেললাইনের ওপর রেখে পালিয়ে যান। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]