উত্তরা সেক্টরে ‘হাফেজ্জী হুজুর স্মরণি’ সড়ক উদ্বোধন, স্মরণ করা হলো ইসলামী চিন্তাবিদকে

আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০৭:০২:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১২-২০২৫ ১০:৩৪:৫৭ অপরাহ্ন
ঢাকার উত্তরা এলাকায় দেশের বরেণ্য আলেম হযরত মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে ‘হাফেজ্জী হুজুর স্মরণি’ নামের একটি সড়ক উদ্বোধন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বিশিষ্ট এই ইসলামী চিন্তাবিদের অবদান স্মরণ করা হয় এবং তার নামে রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ কার্যকর করা হয়।
 
বিকাল ৪টায় সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এর প্রশাসক মোহাম্মদ এজাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুম হাফেজ্জী হুজুরের নাতি ও খেলাফত আন্দোলনের প্রধান মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, সংগঠনের নায়েবে আমির মাওলানা শেখ আজিম উদ্দিন, মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, জুবায়ের আহমাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা নেয়ামতুল্লাহ আমিন, মুফতি আবুল হাসান কাসেমীসহ বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।
 
অনুষ্ঠানে বক্তব্যে মোহাম্মদ এজাজ বলেন, হাফেজ্জী হুজুর ছিলেন দল-মতের ঊর্ধ্বে একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি দেশে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রশ্নে সাহসিকতার সঙ্গে প্রথম দিককার কণ্ঠগুলোর একটি ছিলেন। তার স্মরণে সড়কের নামকরণ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হবে বলে মন্তব্য করেন তিনি।
 
মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, হাফেজ্জী হুজুর মহান মুক্তিযুদ্ধে দেশের পক্ষে ভূমিকা রেখেছেন এবং স্বাধীনতার পর নৈতিক ও আদর্শিক সমাজ গঠনে কোরআনের নির্দেশনার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার পক্ষে কাজ করেছেন। তিনি আরও বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের যথাযথ সম্মান জানানো হলে সমাজে মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরির পথ সুগম হয়।
 
শেষ পর্যায়ে হাফেজ্জী হুজুরের স্নেহধন্য ছাত্র শায়খুল হাদিস মাওলানা শেখ আজীমুদ্দীনের দোয়ার মাধ্যমে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]