ছাত্রশিবিরকে ঘিরে পুরনো অভিযোগে নতুন ট্যাগ রাজনীতি: নুরুল ইসলাম সাদ্দাম

আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০২:৩০:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০৮:৪০:৫৬ পূর্বাহ্ন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, অতীতে ছাত্রশিবির নিয়ে নানা ধরনের অভিযোগ তুলে রাজনৈতিকভাবে বিভ্রান্তি তৈরির চেষ্টা হয়েছে। আগে বলা হতো ছাত্রশিবির “রগ কাটে”, এখন নতুন প্রজন্মকে প্রভাবিত করার জন্য “গুপ্ত” শব্দ ব্যবহার করা হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের প্রমাণ এখন আর অনেকে দিতে পারে না, কারণ ঘটনাগুলোর তথ্য ইতোমধ্যে সংরক্ষণ করা আছে। রাজনৈতিকভাবে দায় এড়ানোর জন্য নতুন টার্ম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি।
 

শনিবার (৬ ডিসেম্বর) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।
 

নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, শিবির কোনো উগ্রবাদী কার্যক্রমে জড়িত—এমন প্রমাণ কারও কাছে নেই। বিভিন্ন টকশো বা রাজনৈতিক আলাপে কিছু পক্ষ অতীত উদাহরণ টেনে বিভ্রান্তি ছড়ায়, অথচ সেসব সময়ের অনেক শিক্ষার্থীর জন্মই হয়নি। আগামী প্রজন্মের কাছেও হয়তো ভিন্ন বয়ান উপস্থাপন করা হবে—এটাই রাজনৈতিক সংস্কৃতির বাস্তবতা বলে মন্তব্য করেন তিনি।
 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদ কবির সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ ডিবেট এসোসিয়েশনের চেয়ারম্যান আল মামুন রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক শরীফ মাহমুদ।
 

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের হাতে ব্যাগ, বই, কোরআন শরিফ, ফুল, লিখনসামগ্রী ও অন্যান্য উপহার তুলে দেওয়া হয়। সাবেক নেতারা তাঁদের পেশাগত অভিজ্ঞতার আলোকে নবীনদের ক্যারিয়ার গাইডলাইন প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ে এ ধরনের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান এটাই প্রথম, যেখানে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের প্রায় ৮ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]