টেকনাফ উপকূলে জেলেদের জালে ধরা পড়ল ১৫ মণ ওজনের বিরল শাপলাপাতা মাছ

আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০১:০৯:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০১:০৯:২৯ পূর্বাহ্ন
কক্সবাজারের টেকনাফ উপকূলে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির এক বিরল প্রজাতির শাপলাপাতা মাছ। স্থানীয়ভাবে ‘সিং সোয়াইং’ বা ‘পাতা হাঙ্গর’ নামে পরিচিত এই মাছটির ওজন প্রায় ১৫ মণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এমন বিরল মাছ ধরা পড়ায় পুরো এলাকায় কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে টেকনাফের সাবরাং মুন্ডার ডেইল উপকূলে জেলে আব্দুল গফুরের জালে মাছটি ধরা পড়ে। তিনি জানান, মাছটির ওজন এত বেশি ছিল যে ট্রলারে তুলে আনা সম্ভব হয়নি। পরে একাধিক জেলের সহায়তায় রশি দিয়ে বেঁধে টেনে উপকূলে আনা হয়। জীবনে প্রথমবার এত বড় শাপলাপাতা মাছ দেখেছেন বলেও জানান তিনি।

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, জালের মধ্যে ধরা পড়া মাছটিকে স্থানীয়ভাবে ‘সিং সোয়াইং’ বলা হয়ে থাকে। যদিও অনেকেই এটিকে শাপলাপাতা বা পাতা হাঙ্গর নামে চিনে থাকেন। এই মাছটি রপ্তানিযোগ্য না হলেও রাখাইন সম্প্রদায়ের মধ্যে এর চাহিদা তুলনামূলকভাবে বেশি।

স্থানীয় জেলেদের মতে, জোয়ার-ভাটার পানির প্রবাহেই গভীর সমুদ্র থেকে মাছটি অগভীর এলাকায় চলে এসে জালে ধরা পড়ে। সাধারণত এই প্রজাতির মাছ গভীর সাগরে বসবাস করে, যেখানে সাধারণ জেলেদের জাল পৌঁছায় না।

এদিকে মাছটি ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে সাবরাং মুন্ডার ডেইল ফিশিং ঘাটে ভিড় জমে যায়। স্থানীয় ব্যবসায়ী নুর আহমদ জানান, মাছটি এক নজর দেখার জন্য আশপাশের এলাকা ছাড়াও টেকনাফ মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন সৈকতে বেড়াতে আসা পর্যটকরাও সেখানে উপস্থিত হন।

পরবর্তীতে স্থানীয় মাছ ব্যবসায়ী ছৈয়দ আলম ৫০ হাজার টাকা দিয়ে বিশাল এই শাপলাপাতা মাছটি কিনে নেন। তিনি জানান, মাছটি কেটে টুকরো করে চট্টগ্রামে পাঠানো হবে, যেখানে রাখাইন সম্প্রদায়ের মধ্যে এর ভালো চাহিদা রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]