১৬ ডিসেম্বরের আগে সচল হওয়া কোনো মোবাইল ফোন বন্ধ হবে না: টেলিযোগাযোগ মন্ত্রণালয়

আপলোড সময় : ০৬-১২-২০২৫ ১১:৫৯:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০৭:১১:৩৭ পূর্বাহ্ন

১৬ ডিসেম্বরের আগে সচল হওয়া কোনো মোবাইল ফোন বন্ধ করা হবে না এমন গুজব নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। বুধবার (৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গত ১ ডিসেম্বর বৈধভাবে মোবাইল ফোন আমদানির শুল্কহার কমানোর বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
 

বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ ডিসেম্বরের আগে বাজারে সচল হওয়া কোনো মোবাইল ফোন কোনোভাবেই বন্ধ হবে না। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৬ ডিসেম্বরের আগে অবৈধভাবে আমদানি করা যেসব স্টক ফোনে বৈধ IMEI নম্বর রয়েছে, সেগুলোর তালিকা বিটিআরসিতে জমা দিয়ে হ্রাসকৃত শুল্কে বৈধ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে এনবিআরের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। তবে ক্লোন ফোন ও রিফারবিশড ফোনের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না।
 

মন্ত্রণালয় জানায়, ১৬ ডিসেম্বর থেকে দেশের সব মোবাইল নেটওয়ার্কে NEIR (National Equipment Identity Register) কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হবে। এরপর বৈধ IMEI নম্বরহীন সব অবৈধ, চোরাচালানকৃত ও ক্লোন ফোন ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হবে।

একই সঙ্গে কেসিং পরিবর্তন করে পুরোনো ইলেকট্রনিক বর্জ্য ফোন দেশে ঢুকিয়ে যে অবৈধ ব্যবসা গড়ে উঠেছে, তা চিরতরে বন্ধ করা হবে বলেও জানানো হয়।
 

যেভাবে যাচাই করবেন আপনার মোবাইল ফোন বৈধ কি না:

এসএমএসের মাধ্যমে যাচাই পদ্ধতি:
 

  1. মোবাইলের কিপ্যাডে *#06# ডায়াল করে IMEI নম্বর জানুন

  2. *১৬১৬১# ডায়াল করুন

  3. ১৫ সংখ্যার IMEI নম্বর লিখে পাঠান

  4. ফিরতি মেসেজে ফোনের হালনাগাদ অবস্থা জানিয়ে দেওয়া হবে
     

অনলাইন যাচাই:
বিটিআরসির ওয়েবসাইটে গিয়ে “Verify IMEI” অপশনে IMEI নম্বর লিখলে সঙ্গে সঙ্গে জানা যাবে ফোনটি Valid, Invalid বা Clone কিনা।

 

 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]