ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডিজির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ

আপলোড সময় : ০৬-১২-২০২৫ ০৪:৪৮:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১২-২০২৫ ০৪:৪৮:৫৯ অপরাহ্ন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান পর্যালোচনার সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফরের সঙ্গে এক চিকিৎসকের প্রকাশ্য বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ ঘটনার পরপরই হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের ইনচার্জ ডা. ধনদেব বর্মনকে বহিষ্কারের নির্দেশ দেন ডিজি। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
 

শনিবার সকালে শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্রসংক্রান্ত একটি সেমিনারে যোগ দিতে ডিজি মমেক হাসপাতালে আসেন। সেমিনারে অংশগ্রহণের আগে তিনি জরুরি বিভাগসহ বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং সেবার মান, স্টাফ উপস্থিতি, রোগী ব্যবস্থাপনা এবং ওয়ার্কলোড নিয়ে প্রশ্ন তোলেন। এসময় দায়িত্বে থাকা ক্যাজুয়ালটি ইনচার্জ ডা. ধনদেব বর্মন বিভাগে জনবল সংকট ও অতিরিক্ত চাপের বিষয়টি তুলে ধরেন। তাঁর বক্তব্যের পর উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং কথোপকথন তর্কে রূপ নেয়। পরিস্থিতি সামাল দেওয়ার আগেই ডিজি তাকে বহিষ্কারের নির্দেশ দেন বলে হাসপাতাল সূত্র জানায়।
 

ঘটনার বিষয়ে মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান জানান, ডিজি ও চিকিৎসকের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে এবং বিষয়টি মোটেও কাঙ্ক্ষিত নয়। তবে তদন্ত ছাড়া এ নিয়ে এখনই বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।
 

ভিডিও প্রকাশের পর জনবল সংকট, কর্মপরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মন্তব্য করেছেন—একদিকে চিকিৎসকদের অতিরিক্ত চাপ, অন্যদিকে কর্তৃপক্ষের তাৎক্ষণিক সিদ্ধান্ত—এ দুইয়ের দ্বন্দ্ব স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের সমস্যাকেই সামনে নিয়ে এসেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]