রাজধানীর আগারগাঁওয়ের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে শিশু ও নারীসহ একই পরিবারের ছয়জন অগ্নিদগ্ধ হয়ে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। শনিবার ভোরে ঘটনার পর স্বজনরা তাদের উদ্ধার করে সকাল পৌনে ৮টার দিকে বার্ন ইউনিটে নেন, তবে এখনও সবার শরীরে কত শতাংশ দগ্ধ হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো যায়নি।
দগ্ধ ব্যক্তিরা হলেন— জলিল মিয়া (৫০), তার স্ত্রী আনেজা বেগম (৪০), দুই ছেলে আসিফ মিয়া (১৯) ও সাকিব মিয়া (১৬), মেয়ে মনিরা (১৭) এবং নাতনি ইভা (৬); তারা আগারগাঁও পাকা মার্কেট এলাকার ইসলামিক ফাউন্ডেশনের পাশে টিনশেড একটি বাসায় থাকতেন। স্বজন আফরান মিয়ার ভাষ্য, ভোর সাড়ে ৪টার দিকে সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ গ্যাসের জমে থাকা অংশে বিস্ফোরণ হলে ঘরে আগুন ধরে যায় এবং পরিবারের সদস্যরা দগ্ধ হন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, আগারগাঁও এলাকা থেকে দগ্ধ অবস্থায় ছয়জনকে বার্ন ইউনিটে আনা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা ও ড্রেসিং চলছে, তাই তাৎক্ষণিকভাবে কার কতটা দগ্ধ হয়েছে তা নির্ণয় সম্ভব হয়নি। এ বিষয়ে আগারগাঁও এলাকার সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে এবং গ্যাস লাইনে লিকেজ কীভাবে ঘটল, তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ।