ঋণ পরিশোধে চূড়ান্ত নোটিশ পেলেন মান্না, আইনি পদক্ষেপের সতর্কবার্তা ইসলামী ব্যাংকের

আপলোড সময় : ০৬-১২-২০২৫ ১২:১১:০৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-১২-২০২৫ ১২:১১:০৫ পূর্বাহ্ন

ইসলামী ব্যাংক বগুড়ার বড়গোলা শাখা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে ৩৮ কোটি টাকার বেশি ঋণ বকেয়ার অভিযোগ এনে চূড়ান্ত কল ব্যাক নোটিশ জারি করেছে। আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের এই ঋণ পরিশোধ না হলে ব্যাংক আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
 

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ৩ ডিসেম্বর ব্যাংকের শাখা প্রধানের স্বাক্ষরে পাঠানো নোটিশে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মান্না এবং তার অংশীদার শাজাহান চৌধুরীকে সতর্ক করে বলা হয়—২০১০ সালে অনুমোদিত ২২ কোটি টাকার বিনিয়োগের মুনাফা, জরিমানা ও অন্যান্য চার্জ পরিশোধ না করায় বকেয়া বেড়ে দাঁড়িয়েছে ৩৮ কোটি ৪ লাখ টাকায়। ব্যাংকের দাবি, লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও দুজনই বারবার নোটিশ পাওয়ার পরও ঋণ শোধে উদ্যোগ নেননি। ১৮ ডিসেম্বরের মধ্যে অর্থ পরিশোধ না করলে ব্যাংক আইনগত ব্যবস্থা নেবে।
 

অংশীদার শাজাহান চৌধুরী স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং তিনি জুলাই গণহত্যার ৯ মামলার পলাতক আসামি বলে সূত্র জানিয়েছে। তার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
 

এদিকে বগুড়া-২ আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন মান্না। তবে গণপ্রতিনিধিত্ব আদেশের ১৬(ঠ) ধারায় ঋণখেলাপীরা নির্বাচনে অযোগ্য—যা তার প্রার্থিতা নিয়ে আইনি জটিলতার আশঙ্কা তৈরি করেছে।
 

মান্না অভিযোগ অস্বীকার করে বলেন, গত এক বছরে অন্তত ২ কোটি টাকা পরিশোধ করেছেন এবং বাকি পাওনা রিসিডিউল করার পরিকল্পনা আছে। তার দাবি, রাজনৈতিকভাবে তাকে নির্বাচন থেকে বিরত রাখতে একটি মহল ব্যাংকের মাধ্যমে অপপ্রচার করছে। তিনি আরও জানান, প্রতিষ্ঠানের কার্যক্রম মূলত তার অংশীদারই নিয়ন্ত্রণ করতেন এবং দীর্ঘ সময় ধরে তিনি সেখানে যেতে পারেননি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]