জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চার হলের নতুন নাম ঘোষণা, পরিবর্তন এলো শেখ পরিবারের নাম থেকে

আপলোড সময় : ০৫-১২-২০২৫ ০৯:৪৩:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১২-২০২৫ ০৯:৪৩:৩০ অপরাহ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শেখ পরিবারের নামে থাকা চারটি আবাসিক হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়। শুক্রবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পূর্বের নামগুলোর মধ্যে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল, শেখ হাসিনা হল এবং ফজিলাতুন্নেছা মুজিব হল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শেখ রাসেল হলের নাম রাখা হয়েছে ‘নবাব সলিমুল্লাহ হল’, শেখ হাসিনা হলের নতুন নাম ‘জুলাই চব্বিশ জাগরণী হল’, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তিত নাম ‘শেরে বাংলা এ কে ফজলুল হক হল’ এবং ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন নাম হয়েছে ‘শহীদ ফেলানী খাতুন হল’।
 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের দেড় বছর পর শিক্ষক-শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে হলগুলোর নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘ আলোচনার পর সিন্ডিকেট সভায় আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত অনুমোদিত হলো।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]