আইফোন চিপে তৈরি হবে নতুন সাশ্রয়ী ম্যাকবুক, শিক্ষার্থীদের জন্য বড় সুখবর নিয়ে আসছে অ্যাপল

আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ১১:১৭:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ১১:১৭:৩১ পূর্বাহ্ন

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক আনতে প্রস্তুত অ্যাপল। আলোচিত প্রযুক্তি বিশ্লেষক মিন-চি কুর দাবি করেছেন, প্রথমবারের মতো আইফোনের এ-সিরিজ চিপ ব্যবহার করে তৈরি হতে যাচ্ছে একটি সাশ্রয়ী ম্যাকবুক। এই নতুন ডিভাইসে থাকবে আইফোন ১৬ প্রো সিরিজের শক্তিশালী এ১৮ প্রো চিপ।

প্রতিবেদনে জানানো হয়, ১৩ ইঞ্চি স্ক্রিনের এই নতুন ম্যাকবুকের প্রাথমিক উৎপাদন ২০২৫ সালের শেষ প্রান্তিক বা ২০২৬ সালের শুরুতে শুরু হতে পারে। চারটি আকর্ষণীয় রঙে—রুপালি, নীল, গোলাপি ও হলুদ—পাওয়া যাবে ডিভাইসটি। বর্তমানে অ্যাপলের সবচেয়ে কম দামের ল্যাপটপ ম্যাকবুক এয়ারের দাম ১ হাজার ডলার ছাড়িয়ে যায়, কিন্তু নতুন এই মডেলের দাম আরও কম হতে পারে, যা শিক্ষার্থী ও বাজেটসচেতন ব্যবহারকারীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে।

বিশ্লেষকদের মতে, অ্যাপল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ চালুর পরিকল্পনায় ম্যাকবুকেও এআই ফিচার যুক্ত করতে চাইছে। শক্তিশালী এ১৮ প্রো চিপ এই নতুন ম্যাকবুককে সেই সক্ষমতা দেবে। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালে ৫০ থেকে ৭০ লাখ ইউনিট বাজারে ছাড়বে অ্যাপল। চলতি বছরেই ম্যাকবুক বিক্রির সংখ্যা দুই কোটির কাছাকাছি পৌঁছাতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

যদিও অ্যাপল এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি, তবে বিশ্লেষকদের মতে, নতুন এই পদক্ষেপ প্রযুক্তির ভবিষ্যৎ ও বাজারে অ্যাপলের অবস্থান পুনরায় সংজ্ঞায়িত করবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]