ভাঙ্গায় বাসচাপায় একই পরিবারের ৩ জনসহ ইজিবাইকের ৪ যাত্রী নিহত

আপলোড সময় : ০৫-১২-২০২৫ ০৪:২২:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১২-২০২৫ ১২:০৬:০৬ অপরাহ্ন
ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভা এলাকায় বাসচাপায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। হতাহতদের মধ্যে একই পরিবারের তিনজনও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

 
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর প্রায় ১২টায় ভাঙ্গা পৌরসভার কৈডুবি সদরদী এলাকায় এ সংঘর্ষ ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভাঙ্গা শহর থেকে নয়জন যাত্রী নিয়ে একটি ইজিবাইক ঘারুয়া ইউনিয়নের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে কুয়াকাটা থেকে মেহেরপুরগামী নিউ মর্ডান পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে চাপা দিলে সেটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়।
 
 
নিহতদের মধ্যে পরিচয় নিশ্চিত হওয়া তিনজন হলেন—চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের নুরুন্নাহার বেগম (৪৫), তার মেয়ে রিমু আক্তার (২৩) এবং রিমুর আড়াই বছরের ছেলে রায়হান। নিহত আরেকজন প্রায় ৫৬ বছর বয়সী অজ্ঞাত এক পুরুষ, যার পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

 
দুর্ঘটনার পর ইজিবাইকে আটকে পড়া নয়জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলালউদ্দীন জানান, ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক। তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]