মোসাদের নতুন প্রধান হিসেবে নিয়োগ পেলেন মেজর জেনারেল রোমান গফম্যান

আপলোড সময় : ০৫-১২-২০২৫ ১০:৪৫:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-১২-২০২৫ ১০:৪৭:১৮ পূর্বাহ্ন
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের নেতৃত্বে আসছেন মেজর জেনারেল রোমান গফম্যান। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে সংস্থাটির নতুন প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। আগামী বছরের জুন মাসে বর্তমান প্রধান ডেভিড বার্নিয়ার মেয়াদ শেষ হলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন গফম্যান।
 
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই নিয়োগের তথ্য নিশ্চিত করা হয়। দায়িত্ব গ্রহণের আগে গফম্যান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সামরিক সচিব হিসেবে কাজ করেছেন, যা তাকে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত রেখেছে।
দীর্ঘ সামরিক জীবনে গফম্যান ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি আর্মর্ড কর্পসে যোদ্ধা ও কমান্ডার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ৭৫তম ব্যাটালিয়ন ও ৭ম ব্রিগেডের ব্যাটালিয়ন কমান্ডার ছিলেন। এছাড়া ‘গা’আশ’ ফরমেশন নামে পরিচিত ৩৬তম ডিভিশনের কর্মকর্তার দায়িত্ব এবং পরে ‘হাবাশেন’ ডিভিশন (২১০)-এর কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন।
 
বিশ্বের অন্যতম প্রভাবশালী ও শক্তিশালী গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত মোসাদ আন্তর্জাতিক নিরাপত্তা অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিভিন্ন বৈশ্বিক র‍্যাংকিং অনুযায়ী, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরই মোসাদের অবস্থান বিবেচিত হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]