সংঘাতের পর প্রথমবার জনসমক্ষে আয়াতুল্লাহ খামেনি, গুজবের অবসান

আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ১১:১৩:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ১১:১৩:৫৬ পূর্বাহ্ন

ইরান-ইসরায়েলের টানা ১২ দিনের সংঘাতের পর প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে। শনিবার (৫ জুলাই) স্থানীয় সময় তিনি তেহরানের ইমাম খোমেনি মসজিদে পবিত্র আশুরার অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করেন। রোববার (৬ জুলাই) এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, আয়াতুল্লাহ খামেনি অনুষ্ঠানে প্রবেশ করলে উপস্থিত জনতা স্লোগানে তাকে স্বাগত জানায়। ইসরায়েলি হামলা শুরুর পর তিনি কেবলমাত্র তিনটি ভিডিও বার্তা দিয়েছিলেন, কিন্তু জনসমক্ষে ছিলেন না। ফলে দেশ-বিদেশে জল্পনা শুরু হয়েছিল—তিনি হয়তো কোনো বাংকারে লুকিয়ে রয়েছেন। শনিবারের উপস্থিতি সেই সব গুজবে ইতি টেনে দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, খামেনি অনুষ্ঠানে প্রবীণ শিয়া ধর্মীয় নেতা মাহমুদ কারিমিকে অনুরোধ করছেন দেশাত্মবোধক সংগীত ‘ও ইরান’ পরিবেশনের জন্য। গানটি সম্প্রতি ইসরায়েল-ইরান সংঘর্ষের সময় ইরানে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

খামেনির এই জনসম্মুখে আসা এমন এক সময় ঘটল, যখন শিয়া মুসলমানরা পবিত্র মহররম মাসে শোক পালন করছেন। বিশেষ করে আশুরার দিনে—যা এ বছর পালিত হচ্ছে ৬ জুলাই—মুসলিমরা কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে ইমাম হোসেইনের শাহাদতকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

প্রতিবছর এই দিনে আয়াতুল্লাহ খামেনি জনসমক্ষে থাকলেও চলমান যুদ্ধকালীন পরিস্থিতিতে তার অনুপস্থিতি নিয়ে গুজব, উদ্বেগ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে প্রশ্ন উঠেছিল। এবার সরাসরি হাজির হয়ে তিনি সেই সব সংশয় দূর করেছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]