গাজায় ইসরাইল-সমর্থিত মিলিশিয়া নেতা ইয়াসের আবু শাবাব নিহতের খবর

আপলোড সময় : ০৪-১২-২০২৫ ১১:৩৬:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১২-২০২৫ ১১:৩৬:২৪ অপরাহ্ন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইল-সমর্থিত একটি সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীর নেতা ইয়াসের আবু শাবাব নিহত হয়েছেন বলে ইসরাইলি গণমাধ্যমগুলো জানিয়েছে। তিনি হামাসের বিরুদ্ধে ইসরাইলের পক্ষে কাজ করতেন বলে দাবি করা হতো এবং মানবিক সহায়তা লুটের অভিযোগেও আলোচিত ছিলেন। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট পরিস্থিতি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
 

ইসরাইলের চ্যানেল ১৪ প্রথম তার নিহত হওয়ার খবর প্রকাশ করে, তবে বিস্তারিত তথ্য জানায়নি। পরে চ্যানেল ১২ জানায়, গাজার কয়েকটি গোত্রের মধ্যে সংঘর্ষে আবু শাবাব আহত হন এবং তাকে দক্ষিণ ইসরাইলের সোরোকা মেডিকেল সেন্টারে নেওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
 

গাজায় চলমান ইসরাইলি সামরিক অভিযানের সময় আবু শাবাব ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। তার নেতৃত্বাধীন মিলিশিয়া গোষ্ঠী ‘পপুলার ফোর্সেস’-এর বিরুদ্ধে অভিযোগ ছিল, ইসরাইল সীমিত পরিসরে যে মানবিক সহায়তা গাজায় প্রবেশের অনুমতি দিত, তা তারা লুট করত। এছাড়া মাদক ব্যবসা ও ত্রাণবাহী গাড়ি আটকানোর অভিযোগেও তার নাম উঠে আসে।
 

ইসরাইলি কর্মকর্তারা এর আগে স্বীকার করেছিলেন যে, গাজায় হামাসবিরোধী একটি সশস্ত্র শক্তি গড়ে তোলার লক্ষ্য নিয়ে তারা কিছু স্থানীয় গোষ্ঠীর সঙ্গে কাজ করেছে, যার মধ্যে আবু শাবাবের দলও ছিল বলে দাবি করা হয়।
 

এ বিষয়ে গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিনিধি হানি মাহমুদ জানান, আবু শাবাবের মৃত্যু কীভাবে এবং কার হাতে হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তিনি বলেন, উত্তর গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা দেওয়া এবং বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ বাড়ানোর অভিযোগে তার দল কুখ্যাত ছিল।

আবু শাবাবের মৃত্যুর ঘটনায় তার গোষ্ঠী বা ইসরাইলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]