আশুরা উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, ইমিগ্রেশন কার্যক্রম চালু

আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ১১:০৭:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ১১:০৭:২৪ পূর্বাহ্ন

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পবিত্র আশুরা উপলক্ষে রোববার (৬ জুলাই) সকাল থেকে ভারত-বাংলাদেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। একইসঙ্গে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিকভাবে চলছে।

হিলি স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন জানান, “পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চলছে না। তবে আগামীকাল সোমবার সকাল থেকে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।”

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, “আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন কার্যক্রম চালু আছে। আমরা প্রতিদিনের মতোই পাসপোর্টধারী যাত্রীদের যাচাই-বাছাই করে পারাপারে সহায়তা করছি।”

পবিত্র আশুরা উপলক্ষে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে দিনটি পালিত হওয়ায় এ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।a

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]