চবি ক্যাম্পাসে মদ তৈরির কারখানা

আপলোড সময় : ০৪-১২-২০২৫ ১১:৫৭:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-১২-২০২৫ ১১:৫৭:৪৮ পূর্বাহ্ন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জীববিজ্ঞান অনুষদের পেছনে গ্রীনহাউস এলাকার ব্রিজ সংলগ্ন একটি ঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি মদ, মদ প্রস্তুত সামগ্রী ও বন্যপ্রাণী শিকারের অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। গত সোমবার রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে প্রক্টর ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং সহকারী প্রক্টর নুরুল হামিদ কাননের নেতৃত্বে নিরাপত্তা দলের সদস্যরা অভিযান পরিচালনা করেন। এসময় মদ প্রস্তুত ও সরবরাহে যুক্ত সুমন চাকমা ও তার সহচরীকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে অবশ্য ওই নারীকে ছেড়ে দেয়া হয়। জানা যায়, প্রায় ১৫ বছর ধরে বিশ্ববিদ্যালয় থেকে লিজ নেওয়া বখতিয়ার ফকিরস্থ জমিতে বসবাস করছিলেন সুমন চাকমা। চাষবাস করার জন্য তিনি ওই জমি লিজ নেন। একটি ছোট টিনঘরে থাকা এই ব্যক্তি গোয়ালঘরের পেছনে নির্মিত লম্বা বারান্দাজুড়ে দীর্ঘদিন ধরে মদ তৈরি করতেন।
 
সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন জানান, বায়োলজিক্যাল সায়েন্স এলাকার পুকুরপাড়ে বহিরাগতদের আনাগোনা ও কয়েকজন শিক্ষার্থীর নিয়মিত উপস্থিতি নিরাপত্তা কর্মকর্তাদের সন্দেহে ফেলে। কয়েকদিন নজরদারি ও রেকির পর বিষয়টি নিশ্চিত হয়ে সোমবার গভীর রাতে বাড়িটি ঘিরে ফেলা হয়। আটক সুমনের সঙ্গে থাকা নারী তার স্ত্রী নন বলেও জিজ্ঞাসাবাদে জানা যায়।
 
তল্লাশিতে ঘরের পেছনে তৈরি কারখানা থেকে প্রায় ৩০ লিটার গরম মদ, ডেকছি ভর্তি ৫ লিটার তৈরি মদ, ভরা বোতল–খালি বোতল, বিভিন্ন সরঞ্জাম এবং মদ বিক্রির হিসাব বহি উদ্ধার করা হয়। একই সঙ্গে বন্য শুকর, হরিণ ও বন্য মুরগিসহ বিভিন্ন প্রাণী শিকারে ব্যবহৃত দেশীয় অস্ত্রও পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরও নিয়মিতভাবে তার কাছ থেকে মদ কেনার তথ্য মিলেছে বলে প্রশাসন জানিয়েছে। অভিযানে সহযোগিতা করে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনস্পেক্টর মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশ দল। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন এবং অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
 
সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের লিজকৃত জমিতে অবৈধভাবে মদ উৎপাদন ও বাণিজ্য চালানোর ঘটনায় লিজ বাতিলের প্রক্রিয়া চলছে। পাশাপাশি অনুমতিহীনভাবে গাছ কাটার কারণে লিজগ্রহীতার বিরুদ্ধে আর্থিক জরিমানার উদ্যোগ নেওয়া হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]