মাতামোড়াল সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন

আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ০৭:০১:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০৭:০১:০৫ অপরাহ্ন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউপাল্লাথল এলাকার মাতামোড়াল সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জন বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ। শনিবার (৫ জুলাই) সকালে সীমান্ত এলাকায় ঘোরাঘুরির সময় তাদের আটক করে জিজ্ঞাসাবাদে নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 
বিয়ানীবাজারে অবস্থিত বিজিবি-৫২ ব্যাটালিয়নের সদস্যরা জানান, সীমান্তের পাহাড়ি এলাকায় টহলের সময় ৭ জন পুরুষ ও ৩ জন নারীকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করা হয়।
 
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা এক থেকে ছয় মাস আগে সিলেট ও কুমিল্লা সীমান্ত পয়েন্ট দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। দীর্ঘদিন ভারতে অবস্থানের পর বিএসএফ তাদের মাতামোড়াল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠায়।
 
বিজিবি সূত্রে জানা গেছে, আটকরা সাতক্ষীরা, খুলনা ও বরিশাল জেলার বাসিন্দা।
 
ঘটনার পর আইনি পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই চলছে।
 
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অনুপ্রবেশ রোধে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]