দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের আমলে উত্তর কোরিয়াকে উসকানি দেওয়ার অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ায় পিয়ংইয়ং-এর কাছে ক্ষমা চাওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লি জে মিয়ং। বুধবার সিউলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সীমান্তে সংঘটিত উসকানিমূলক কার্যক্রমের জন্য ক্ষমা চাওয়া প্রয়োজন হতে পারে, যদিও এ বিষয়ে প্রকাশ্য অবস্থান নিলে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হতে পারে।
গত মাসে প্রসিকিউটররা ইউন-এর বিরুদ্ধে অভিযোগ আনেন যে, তিনি রাজনৈতিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে প্রচারপত্রবাহী ড্রোন উত্তর কোরিয়ার আকাশসীমায় পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। আদালত এটিকে পরিকল্পিত উসকানি হিসেবে বিবেচনা করে। লি জে মিয়ং মনে করেন, এ ঘটনা দক্ষিণ কোরিয়ার জাতীয় স্বার্থ ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর ছিল।
লি-এর বক্তব্যটি আসে ইউন সুক-ইওলের বিতর্কিত মার্শাল ল ঘোষণার বর্ষপূর্তিতে। সেই ঘোষণার পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ হয় এবং রাজনৈতিক অস্থিরতা চরমে ওঠে। পরবর্তীতে দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট মার্শাল লকে অসাংবিধানিক ঘোষণা করে এবং ইউনকে অভিশংসনের মাধ্যমে পদচ্যুত করা হয়। বর্তমানে তিনি বিদ্রোহসহ একাধিক মামলায় কারাগারে বিচারাধীন।