হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০৯:৫১:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০৯:৫১:৩৩ অপরাহ্ন
 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তাকে দেখতে চান। দীর্ঘদিনের বিভিন্ন জটিল রোগে ভুগতে থাকা সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
 

বুধবার সন্ধ্যা সাতটার কিছু পর প্রধান উপদেষ্টা হাসপাতালে পৌঁছালে নিচতলায় তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে মেডিকেল টিমের সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার তাকে খালেদা জিয়ার কক্ষে নিয়ে যান বলে জানান দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
 

এর আগের রাতে তিন বাহিনীর প্রধানরাও হাসপাতালে গিয়ে চিকিৎসকদের কাছ থেকে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান। প্রায় আধা ঘণ্টা অবস্থানের পর তারা হাসপাতাল ত্যাগ করেন।
 

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতা ও আর্থ্রাইটিসসহ নানা সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে, এবং পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে বলে জানা গেছে।
 

হাসপাতালে তার পাশে অবস্থান করছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি। লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান নিয়মিতভাবে চিকিৎসা সংক্রান্ত তথ্য নিচ্ছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]