ডেঙ্গুর বাড়তি বিস্তার: আক্রান্ত ৯৫ হাজার পেরোল, প্রাণহানি ৩৮৬

আপলোড সময় : ০৩-১২-২০২৫ ১২:০২:০২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-১২-২০২৫ ১২:০২:০২ পূর্বাহ্ন

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ আবারও বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে নতুন করে ৫৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে দুইজনের। মঙ্গলবার (২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
 

তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়—১২৭ জন। ঢাকা দক্ষিণে ভর্তি হয়েছেন ৮৮ জন। রাজধানীর বাইরে ঢাকা বিভাগে ৯৫ জন, চট্টগ্রামে ৮২ জন, ময়মনসিংহে ৪৫ জন, বরিশালে ৫১ জন, খুলনায় ৪৩ জন, রাজশাহীতে ৩০ জন, রংপুরে ৩ জন এবং সিলেটে ১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে নেওয়া হয়।
 

স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৫৭৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩৮৬ জন। পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে মোট আক্রান্ত ছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জন। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল আরও মারাত্মক—সে বছর হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।
 

বিশেষজ্ঞরা মনে করছেন, লাগাতার বৃষ্টিপাত, জলাবদ্ধতা এবং এডিস মশার বিস্তার রোধে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]