খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে তিন বাহিনী প্রধানদের উপস্থিতি

আপলোড সময় : ০২-১২-২০২৫ ১১:১৭:২০ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১২-২০২৫ ১১:১৭:২০ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি জানার জন্য দেশের তিন বাহিনীর প্রধান মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। রাত ৯টার পর ধারাবাহিকভাবে সেখানে পৌঁছান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তারা চিকিৎসকদের কাছ থেকে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য নেন।

চিকিৎসক ও দলীয় নেতাদের বরাতে জানা যায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে সংকটজনক হলেও স্থিতিশীল রয়েছে এবং তিনি সীমিত পরিসরে চিকিৎসা গ্রহণ করতে পারছেন। গত ২৩ নভেম্বর রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের পরামর্শে ভর্তি করার পর থেকেই তার অবস্থার ধীরে ধীরে অবনতি হতে থাকে।

দীর্ঘদিন ধরেই আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের জটিলতা—সহ একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী। তার চিকিৎসা অবস্থার পরিবর্তন নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ বাড়ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]