পরপর বিতর্কে ঘেরা জামায়াত নেতা শিশির মনির নিয়ে সমালোচনার ঝড়

আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৬:৩৯:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৬:৩৯:২৬ অপরাহ্ন
 

জামায়াতের নেতা ও সুপ্রিমকোর্টের আইনজীবী শিশির মনির তারেক রহমানকে নিয়ে দেওয়া মন্তব্যের পর আবারও সমালোচনার কেন্দ্রে অবস্থান করছেন। সুনামগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থী এই আইনজীবী ফেসবুকে লিখেছিলেন—‘তারেক রহমানের স্থানে থাকলে কোনো কিছু তোয়াক্কা না করেই অনেক আগেই মায়ের কাছে চলে আসতাম।’ স্ট্যাটাসটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং পরে তিনি পোস্টটি মুছে ফেলেন।
 

তারেক রহমান এর আগেই জানান যে, মায়ের গুরুতর অসুস্থতার মধ্যেও তার দেশে ফেরা ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর সম্পূর্ণ নির্ভরশীল নয়। এ বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। এদিকে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
 

শিশির মনিরের সমালোচনা নতুন নয়। এর আগে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িতদের পক্ষ নেয়ার অভিযোগে তিনি তীব্র সমালোচিত হন। এছাড়া পূজামণ্ডপে গিয়ে রোজা ও পূজাকে একই বিষয়ে তুলনা করে বক্তব্য দিলে ধর্মীয় মহল থেকে নিন্দা আসে। আওয়ামী লীগের এক নেতাকে প্রশংসা করে দেওয়া তার পুরোনো স্ট্যাটাস নিয়েও সমালোচনা হয়েছিল।
 

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তি তাকে ভণ্ডামি, রাজনৈতিক সুযোগসন্ধানী মানসিকতা ও অনৈতিক অবস্থানের অভিযোগে একের পর এক সমালোচনা করছেন। সাংবাদিক, আইনজীবী ও রাজনৈতিক কর্মীদের অনেকে শিশির মনিরের কর্মকাণ্ড এবং অতীত অবস্থান তুলে ধরে তার মন্তব্যকে ‘অসঙ্গত ও সুযোগসন্ধানী’ বলে আখ্যা দিয়েছেন।
 

জুলাই আন্দোলনে তার কোনো ভূমিকা ছিল না—এমন দাবি তুলে অনেকেই মন্তব্য করেছেন যে, তিনি অতীতে ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে কোনো অবস্থান নেননি, অথচ এখন বড় বড় মন্তব্য করছে। বিভিন্ন মহলের মতে, তার আচরণ ও বক্তব্য ধারাবাহিকভাবে বিতর্ক তৈরি করছে এবং সাম্প্রতিক মন্তব্য সেই সমালোচনাকে আরও উসকে দিয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]