চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সন্দেহ

আপলোড সময় : ০২-১২-২০২৫ ১১:৩৫:০৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-১২-২০২৫ ১১:৩৫:০৭ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিতে সোহেল (২৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার রাতের এই ঘটনাটি স্থানীয়দের নজরে আসে মঙ্গলবার সকালে, যখন মাঠে সোহেলের নিথর দেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।
 

নিহত সোহেল ওই এলাকার আসাবুল হকের ছেলে এবং পেশায় একজন কৃষক। স্থানীয় রাজনৈতিক নেতা সিরাজুল ইসরাম মনি বলেন, পূর্ব কোনো বিরোধ বা শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
 

সোহেলের বাবা আসাবুল হকের দাবি, এলাকার তাহেরের ছেলে ফারুকের সঙ্গে পেয়ারা বাগানের একটি ডাল ভাঙা নিয়ে সোহেলের বিরোধ তৈরি হয়েছিল। এ নিয়ে মারামারিও হয়েছিল এবং ফারুক তার ছেলেকে হত্যার হুমকি দিয়েছিল। তার বিশ্বাস, ফারুকই এই হত্যার সঙ্গে জড়িত এবং তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। তিনি ছেলের হত্যার ন্যায়বিচার চান।
 

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]