শাহজালাল বিমানবন্দরে ৪ নারী যাত্রীর শরীর থেকে ১০২টি মোবাইল ফোন জব্দ

আপলোড সময় : ০২-১২-২০২৫ ১০:৩৭:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-১২-২০২৫ ১০:৩৭:৫৩ পূর্বাহ্ন
 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ কায়দায় শরীরে লুকিয়ে আনা ১০২টি মোবাইল ফোন জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটে দুবাই–চট্টগ্রাম–ঢাকা রুটের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (BG-148) অবতরণের পর পূর্ব–তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস ও এ্যাভসেকের বিমান বাহিনীর সদস্যরা যাত্রীদের ওপর নজরদারি বাড়ান।
 

গ্রীন চ্যানেল পার হওয়ার সময় তল্লাশিতে চার নারী যাত্রী—সামিয়া সুলতানা, শামিমা আক্তার, জয়নব বেগম ও নুসরাতের শরীর থেকে এসব ফোন উদ্ধার করা হয়। জব্দকৃত মোবাইলের মধ্যে রয়েছে ৩৫টি আইফোন ১৭ প্রো ম্যাক্স, ৫৫টি আইফোন ১৫ এবং ১২টি গুগল পিক্সেল ফোন। মোট ১০২টি ফোনের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা।
 

তদন্ত–সংশ্লিষ্ট সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে যাত্রীরা ফোনগুলো সম্পর্কে কোনো তথ্য দিতে না পারায় কাস্টমস কর্তৃপক্ষ ৯৮টি মোবাইল ডিএম (ডিপার্টমেন্টাল মেমো) করে জব্দ করে।
 

বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, শাহজালাল বিমানবন্দর দিয়ে স্বর্ণ, মোবাইল ফোন ও সিগারেট পাচারের চেষ্টা প্রায়ই দেখা যায়। বিশেষত দুবাই ও শারজাহ থেকে আসা ফ্লাইটগুলোতে এমন প্রবণতা বেশি। সম্প্রতি নজরদারি বাড়ানোয় পাচারকারীরা নতুন কৌশল অবলম্বন করছে—দুবাই বা শারজাহ থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিমানে মাঝপথে নিজেদের লোকজনের মাধ্যমে স্বর্ণ বা মোবাইল হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]