বিচার-সংস্কারের পরই নির্বাচন চায় এনসিপি: নাহিদ ইসলাম

আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ০৫:৫৮:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০৫:৫৮:০২ অপরাহ্ন
বিচার ও মৌলিক সংস্কারের ভিত্তিতে নির্বাচন চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “নতুন বাংলাদেশ নতুন আইনে চলবে, পুরানো খেলায় এনসিপি অংশ নেবে না।”
 
শনিবার (৫ জুলাই) বগুড়ায় অনুষ্ঠিত জুলাই পদযাত্রার পথসভায় এসব কথা বলেন তিনি। পদযাত্রাটি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতমাথা মোড়ে শেষ হয়। পরে মুক্তমঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন সমাবেশে বলেন, “মৌলিক সংস্কারের ভিত্তিতেই জুলাই সনদ ঘোষণা করতে হবে। নতুন বাংলাদেশ কোনো ফ্যাসিবাদী বা চাঁদাবাজের হাতে তুলে দেওয়া যাবে না।”
 
নাহিদ ইসলাম আরও বলেন, “চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজনীতিতে এনসিপি যাবে না।”
 
পদযাত্রার আগে শহরের পর্যটন মোটেলে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেখানে তিনি বলেন, “আমরা বিচার ও সংস্কারের পরই নির্বাচন চাই। যারা গণহত্যা চালিয়েছে, তাদের বিচার বাংলার মাটিতেই হবে।”
 
তিনি জুলাই সনদে শহীদ ও আহতদের পরিবারকে সর্বপ্রকার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]