ইমরান খানের অবস্থান অজানা: পাকিস্তানজুড়ে উত্তেজনা, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

আপলোড সময় : ০২-১২-২০২৫ ১০:২৯:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-১২-২০২৫ ১০:২৯:৫৮ পূর্বাহ্ন
 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় দেশজুড়ে উত্তেজনা দেখা দিয়েছে। তাকে আদিয়ালা কারাগারে রাখা হলেও দীর্ঘদিন ধরে সরকার, কারা কর্তৃপক্ষ কিংবা তার পরিবার—কেউই তার অবস্থান বা শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য নিশ্চিত করতে পারছে না। এ পরিস্থিতিতে বিভিন্ন মহলে ইমরান খানকে ঘিরে গুজব আরও তীব্র হয়েছে।
 

ইমরানের খোঁজ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) রাওয়ালপিন্ডিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করলে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে ১৪৪ ধারা জারি করে। ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চীমার জারিকৃত নির্দেশনায় ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত যেকোনো ধরনের সভা, মিছিল, বিক্ষোভ, শোভাযাত্রা ও পাঁচজনের বেশি মানুষের সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
 

এ ছাড়া অস্ত্র বহন, পেট্রোল বোমা বা সহিংসতায় ব্যবহৃত হতে পারে এমন যেকোনো সরঞ্জাম সঙ্গে রাখা, আপত্তিকর বক্তব্য দেওয়া কিংবা নিষেধাজ্ঞা ভাঙার চেষ্টা করাও নিষিদ্ধ করা হয়েছে। জনগণের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখতেই এসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
 

সরকার ও কারা কর্তৃপক্ষের নীরবতা, পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নতা এবং গুজব ছড়িয়ে পড়ায় ইমরান খানের নিরাপত্তা প্রশ্নে জনমনে আরও উদ্বেগ তৈরি হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]