ভূমিকম্পে মেট্রোরেলে কোনো স্থানচ্যুতি হয়নি: নিশ্চিত করলেন ডিএমটিসিএল এমডি

আপলোড সময় : ০১-১২-২০২৫ ০৩:৫৫:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১২-২০২৫ ০৩:৫৫:৩০ অপরাহ্ন

ঢাকায় সাম্প্রতিক ভূমিকম্পে মেট্রোরেলের কোনো ভৌত সরণ বা কাঠামোগত স্থানচ্যুতি হয়নি বলে নিশ্চিত করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সোমবার (১ ডিসেম্বর) উত্তরায় সংস্থাটির সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ।
 

তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় এবং কোনো ধরনের অস্বাভাবিকতা ঘটলে প্রথমেই ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। ভূমিকম্পের পর প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা পুরো মেট্রোরেল কাঠামো পরিদর্শন করা হয়, যার সঙ্গে কর্মকর্তারা সরাসরি যুক্ত ছিলেন। নিয়ম অনুযায়ী যাত্রী সেবা শুরুর আগে টেস্ট রান পরিচালনা করা হয়, এবং সেদিন দুইদিক থেকে দুটি ট্রেন চালিয়ে পরীক্ষামূলকভাবে কাঠামো যাচাই করা হয়। ফার্মগেট ও বিজয় সরণি এলাকার বিয়ারিং প্যাডও শারীরিকভাবে পরীক্ষা করা হয়, যার কারণে সেবা চালু হতে ২৭ মিনিট দেরি হয়।
 

ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মেট্রোরেল ভেঙে পড়ার বিভিন্ন পোস্ট প্রসঙ্গে ফারুক আহমেদ জানান, এসব ভিজ্যুয়ালের অনেকই এআই তৈরির আশঙ্কা রয়েছে। তিনি বলেন, ‘আমরা পুরো স্ট্রাকচার পরীক্ষা করেছি। কোথাও কোনো স্থানচ্যুতি পাইনি। শুধু একটি দেয়ালে হালকা ফাটল, দুটি টাইলস খসে পড়া এবং সিলিং থেকে দুটি প্যাড খুলে যাওয়ার ঘটনা ঘটেছে, যা বড় ধরনের ঝুঁকি নয়।’
 

তিনি আরও বলেন, ভূমিকম্পে অনেক বাসা-বাড়ির দেয়ালেও ফাটল ধরেছে, তাই হালকা ক্ষতি সবসময় বড় কোনো কাঠামোগত সমস্যার ইঙ্গিত বহন করে না।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]