১২ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ০৫:৫৪:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০৫:৫৪:১৫ অপরাহ্ন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সোমবার (৭ জুলাই) ১২টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক ঘোষণা করবে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৪ জুলাই) সাংবাদিকদের তিনি জানান, ইতোমধ্যে এসব শুল্ক সংক্রান্ত চিঠিতে তিনি স্বাক্ষর করেছেন এবং সেগুলো সোমবার সংশ্লিষ্ট দেশগুলোতে পাঠানো হবে।
 
তিনি বলেন, ‘আমি কিছু চিঠি সই করেছি। সোমবার তা পাঠানো হবে, সম্ভবত ১২টি দেশে। প্রতিটি দেশের জন্য ভিন্ন ভিন্ন হারে শুল্ক আরোপের প্রস্তাব থাকছে।’
 
তবে ঠিক কোন দেশগুলো এই শুল্কের আওতায় আসবে তা স্পষ্ট করেননি ট্রাম্প। হোয়াইট হাউস থেকেও বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
 
চলতি বছরের এপ্রিলেই ট্রাম্প বেশ কয়েকটি দেশের ওপর ১০ শতাংশ ভিত্তিক শুল্ক আরোপের ঘোষণা দেন, যা ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে বলে জানানো হয়। তখন আলোচনার সুযোগ দিতে বাড়তি শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছিল, যার মেয়াদ শেষ হচ্ছে ৯ জুলাই।
 
ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, কিছু ক্ষেত্রে শুল্ক হার ৭০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে এবং নতুন শুল্ক হার কার্যকর হবে ১ আগস্ট থেকে। বাণিজ্য আলোচনার ধীরগতিতে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘চিঠি পাঠানোই ভালো। আলোচনা অনেক সময়সাপেক্ষ ও জটিল।’

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]