সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করার প্রধান দাবিতে এবং চার দফা অন্যান্য দাবি আদায়ে আজ, সোমবার (১ ডিসেম্বর), দেশব্যাপী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন। এই লাগাতার কর্মসূচির ফলে গত ২০ নভেম্বর থেকে শুরু হওয়া বার্ষিক পরীক্ষা মাঝপথে থমকে গেছে। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে ঘোষিত এই আন্দোলনের কারণে ঢাকাসহ চট্টগ্রাম, সিলেট, বরিশাল, কুমিল্লা ও চাঁদপুরের মতো বিভিন্ন শহরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আজ কোনো পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। শিক্ষকরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি পূরণ না হলে তাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে।
শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতির কারণে দেশের প্রায় সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা স্থগিত হয়ে গেছে। চট্টগ্রাম অঞ্চলের চিত্রও একই।
ঢাকা কলেজিয়েট স্কুল, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, কুমিল্লার জিলা স্কুল এবং চাঁদপুরের সাতটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে একই অবস্থা বিরাজ করছে।
সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাঁদের দাবিগুলো দীর্ঘদিন ধরে আলোচিত হলেও এখনও বাস্তবায়িত হয়নি। গত বৃহস্পতিবার ও রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কার্যালয় 'শিক্ষা ভবন' চত্বরে অবস্থান কর্মসূচি পালনের পরও কোনো আশ্বাস না পেয়ে তাঁরা পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেন।
শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতির কারণে দেশের প্রায় সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা স্থগিত হয়ে গেছে। চট্টগ্রাম অঞ্চলের চিত্রও একই।
শিক্ষকদের কর্মবিরতিতে চট্টগ্রামের মহানগরীসহ মোট ১৩টি সরকারি মাধ্যমিক স্কুলের বার্ষিক পরীক্ষা মাঝপথে থেমে গেছে। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন রাজু নিশ্চিত করেছেন, আজ কোনো শিক্ষক কাজে যোগ দেননি। অনেক স্কুল আগের দিন (রোববার) নোটিস ও মেসেজের মাধ্যমে পরীক্ষা স্থগিতের বিষয়টি শিক্ষার্থীদের জানিয়ে দেয়, ফলে কোনো শিক্ষার্থীকে স্কুলে এসে ফিরে যেতে হয়নি।
ঢাকা কলেজিয়েট স্কুল, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, কুমিল্লার জিলা স্কুল এবং চাঁদপুরের সাতটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে একই অবস্থা বিরাজ করছে।
সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাঁদের দাবিগুলো দীর্ঘদিন ধরে আলোচিত হলেও এখনও বাস্তবায়িত হয়নি। গত বৃহস্পতিবার ও রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কার্যালয় 'শিক্ষা ভবন' চত্বরে অবস্থান কর্মসূচি পালনের পরও কোনো আশ্বাস না পেয়ে তাঁরা পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেন।
শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি সরকার তাদের দাবিগুলো পূরণ করে, তাহলে তারা সাপ্তাহিক ছুটির দিনে (শুক্র ও শনিবার) বাকি পরীক্ষাগুলো নেবেন এবং ডিসেম্বরের মধ্যেই ফলাফল প্রকাশ করবেন। তবে দাবি পূরণ না হলে লাগাতার কর্মবিরতি চলবে।
সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ঘোষিত চার দফা দাবিগুলো হলো:
সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ঘোষিত চার দফা দাবিগুলো হলো:
১. সহকারী শিক্ষক পদ নবম গ্রেডে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত এবং দ্রুত সময়ে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠন করে গেজেট প্রকাশ।
২. বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা।
৩. সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ তিন কর্মদিবসের মধ্যে দেওয়া।
৪. ২০১৫ সালের পূর্বের মতো সহকারী শিক্ষকদের ২-৩টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল রেখে গেজেট প্রকাশ করা।