এভারকেয়ারে খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, সামান্য উন্নতি দেখছেন চিকিৎসকরা: উপদেষ্টা মাহফুজ

আপলোড সময় : ০১-১২-২০২৫ ০৯:৪৬:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-১২-২০২৫ ০৯:৪৬:২২ পূর্বাহ্ন
 

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং সামান্য উন্নতির দিকে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রোববার (৩০ নভেম্বর) রাতে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
 

মাহফুজ আলম বলেন, তিনি ব্যক্তিগত উদ্যোগে খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে যান। দেশের জন্য তাঁর অবদান ও রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি জানান, দেশবাসীর মতো তিনিও খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেছেন।
 

চিকিৎসকদের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি জানান, গত কয়েকদিন ধরেই তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকদের মতে সামান্য উন্নতিও দেখা যাচ্ছে। চিকিৎসা টিমের আশা, সামনে তাঁর অবস্থার আরও উন্নতি হবে।
 

উপদেষ্টা আরও বলেন, দেশের গণতান্ত্রিক যাত্রায় খালেদা জিয়ার ত্যাগ ও ভূমিকা গুরুত্বপূর্ণ, এবং তিনি সুস্থ হয়ে দেশের পরিবর্তন ও পুনর্গঠনের প্রক্রিয়া প্রত্যক্ষ করবেন—এমন প্রত্যাশা সবার।
 

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গেও কথা বলেন তিনি। মাহফুজ আলম জানান, তারেক রহমানের প্রত্যাবর্তন সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তায় বর্তমান সরকার প্রস্তুত রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]