তামিলনাড়ুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত, আহত অন্তত ৬০

আপলোড সময় : ০১-১২-২০২৫ ০৯:৩৮:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-১২-২০২৫ ০৯:৩৮:৪৯ পূর্বাহ্ন
 

ভারতের তামিলনাড়ুর শিবগঙ্গা জেলায় কুম্মানগুদিতে দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও প্রায় ৬০ জন। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ঘটে যাওয়া এ দুর্ঘটনার বিষয়টি স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে।
 

পুলিশের প্রাথমিক তথ্যে জানা যায়, তিরুপ্পুর থেকে কারাইকুদি যাওয়ার পথে একটি বাস এবং কারাইকুদি থেকে দিনদিগুলের দিকে আসা আরেকটি বাস বিপরীত দিক থেকে এসে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়। ধাক্কার তীব্রতা এত বেশি ছিল যে উভয় বাসের সামনের অংশ মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন, পরে পুলিশ যুক্ত হয়ে আটকে পড়া বহু যাত্রীকে বের করে আনেন।
 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলের ছবিতে একটি বাসের চালক কেবিনের পাশের অংশ পুরোপুরি ভেঙে যাওয়ার দৃশ্য দেখা গেছে। ভিডিও ফুটেজেও তীব্র দুর্ঘটনার চিহ্ন স্পষ্ট—সড়কের পাশে সারিবদ্ধভাবে রাখা নিহতদের দেহ, রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া যাত্রী এবং বাসের ভেতরে আটকে থাকা আরোহীদের আর্তচিৎকার।
 

তামিলনাড়ুতে সড়ক দুর্ঘটনা সম্প্রতি উদ্বেগজনকভাবে বাড়ছে। মাত্র এক সপ্তাহ আগে একই ধরনের দুই বাসের সংঘর্ষে ছয়জন মারা গিয়েছিল। সেই ঘটনার পর আবার নতুন করে প্রাণহানির এ মর্মান্তিক ঘটনা রাজ্যের সড়ক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আরও প্রশ্ন তুলছে।
 

সূত্র: এনডিটিভি

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]