যশোরে বাসচাপায় মোটরসাইকেলআরোহী দুই যুবকের মৃত্যু

আপলোড সময় : ২৯-১১-২০২৫ ১১:৪১:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৫ ১১:৪১:১৬ অপরাহ্ন

যশোরের চৌগাছায় রোগী দেখতে যাওয়ার পথে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে উপজেলার জগহাটি জোড়াপোল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন—ইব্রাহিম (৪০) এবং সেলিম (৩৮)। দু’জনই ঝিনাইদহের মহেশপুর উপজেলার হালিশা গ্রামের বাসিন্দা। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত জানান, মোটরসাইকেলে তারা যশোর জেনারেল হাসপাতালে রোগী দেখতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর বাসচালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দু’জনের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আরও জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]