টঙ্গীতে জোড় ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু, দুদিনে প্রাণহানি তিন

আপলোড সময় : ২৯-১১-২০২৫ ০৩:৪৪:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৫ ০৩:৪৪:০১ অপরাহ্ন

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে চলমান পাঁচ দিনের জোড় ইজতেমায় আরও একজন মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার আশরাফ আলী (৬০) নামে ওই ব্যক্তি মারা যান। তার বাড়ি জামালপুর সদরের কেন্দুয়া এলাকায়, বাবা আব্দুল হাকিম। এ নিয়ে দুই দিনে মোট তিনজন মুসল্লির মৃত্যুর ঘটনা ঘটল।

এর আগে জোড় ইজতেমার প্রথম দিন শুক্রবার চাঁন মিয়া (৬০) ও মোহাম্মদ নুর আলম (৮০) নামে দুই অংশগ্রহণকারী মারা যান।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের আয়োজনে শুক্রবার ফজরের পর আমবয়ানের মধ্য দিয়ে টঙ্গী ময়দানে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়। আগামী মঙ্গলবার আখেরি মোনাজাতের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি হওয়ার কথা রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]