ঢাকার ধামরাইয়ে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড: দুর্বৃত্তদের হামলার দাবি চালকের, হতাহত নেই

আপলোড সময় : ২৯-১১-২০২৫ ০৭:২৯:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৫ ০৭:২৯:৪৪ পূর্বাহ্ন
ঢাকার ধামরাইয়ে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১২টার দিকে সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর-খড়ারচর আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। বাসে কোনো যাত্রী বা চালক না থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাসের চালক এই অগ্নিকাণ্ডের পেছনে দুর্বৃত্তদের হাত রয়েছে বলে দাবি করেছেন। স্থানীয়দের দ্রুত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে এই ঘটনায় প্রাথমিকভাবে ২ থেকে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ধামরাই ফায়ার সার্ভিসের সাব অফিসার শামসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর-খড়ারচর আঞ্চলিক সড়কের পাশে চালক বাসটি পার্কিং করে চলে যাওয়ার পর হঠাৎ করেই বাসটিতে আগুন লেগে যায়।
আগুন জ্বলতে দেখে দ্রুত স্থানীয়রা এবং বাসের চালক নিজেই আগুন নেভানোর কাজে হাত দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
 
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা বলেন, ঘটনায় কোনো হতাহতের খবর নেই। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২-৩ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
 
বাস চালকের দাবি, দুর্বৃত্তরা উদ্দেশ্যমূলকভাবে বাসে আগুন ধরিয়ে দিয়েছে। অন্যদিকে, ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন। বাসে কেউ না থাকায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]