ভারতের নজরদারি: জুলাই গণহত্যা মামলায় দণ্ডিতদের প্রত্যর্পণ শুরু হতে পারে কামালকে দিয়ে

আপলোড সময় : ২৮-১১-২০২৫ ১১:৩৪:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৫ ১১:৩৭:৫১ পূর্বাহ্ন

ভারত বাংলাদেশের জুলাই মাসের গণহত্যা মামলায় দণ্ডিতদের প্রত্যর্পণ প্রক্রিয়া পর্যালোচনা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তাঁর বক্তব্য অনুযায়ী, এই প্রক্রিয়ার প্রথম ধাপে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও মামলার সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনায় রয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন।

স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, জুলাইয়ের ঘটনাবলির অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগ নেতৃত্ব একসময় না একসময় বাংলাদেশের আদালতের মুখোমুখি হবেন বলে তিনি বিশ্বাস করেন। তাঁর দাবি, ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে হাসিনার প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করছে।

তিনি আরও উল্লেখ করেন, ‘ঢাকার কসাই’ হিসেবে পরিচিত কামালকে শিগগিরই বিচারের সম্মুখীন হতে হবে। হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন, গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা আন্তর্জাতিক গণমাধ্যমের আরও নজর কাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

শফিকুল আলম বলেন, যারা এসব ঘটনার জন্য দায়ী—তারা অর্থ বা প্রভাব খাটিয়ে দীর্ঘদিন দায় এড়িয়ে যেতে পারবেন না। জুলাইয়ের গণহত্যার শিকারদের বিচার এবং অতীতের মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার নিশ্চিত করতে জাতি হিসেবে দৃঢ় থাকা জরুরি। তাঁর মতে, প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে কামালকে দিয়ে এবং পরবর্তী সময়ে অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]