দখলকৃত পশ্চিম তীরের জেনিন এলাকায় আত্মসমর্পণের মুহূর্তে আরও দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ইসরায়েলি সেনারা একটি ভবন পুরোপুরি ঘিরে রেখেছে। এরই মধ্যে ভবন থেকে দুই ফিলিস্তিনি যুবক বেরিয়ে মাটিতে শুয়ে আত্মসমর্পণ করেন। নিরস্ত্র অবস্থায় আত্মসমর্পণের পরও তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
নিহতদের পরিচয় মোন্তাসির আব্দুল্লাহ ও ইউসুফ আসাসা। স্থানীয় সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে জেনিনে অভিযান ও বাড়তি নজরদারি চলমান রয়েছে, যার মধ্যে নতুন এই ঘটনা উত্তেজনা আরও বাড়িয়েছে।
তেল আবিব এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাটি তদন্তের আওতায় আনা হয়েছে। তবে কেন আত্মসমর্পণ করা দুই যুবককে গুলি করা হলো—এ বিষয়ে বিবৃতিতে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।