প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ তাহিতিতে ভয়াবহ ভূমিধস: সাতজনের মৃত্যু, নিখোঁজ বহু মানুষ

আপলোড সময় : ২৮-১১-২০২৫ ১১:০৩:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৫ ১১:০৩:৩২ পূর্বাহ্ন

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ তাহিতিতে ভয়াবহ ভূমিধসে অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

স্থানীয় গণমাধ্যম এএফপির খবরে বলা হয়েছে, গত এক সপ্তাহ ধরে টানা ভারী বর্ষণের ফলে পূর্বাঞ্চলীয় গ্রাম এলাকায় ভূমিধসের সৃষ্টি হয়। ভোরের দিকে কয়েকটি বাড়ি মাটিচাপায় চাপা পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে।

সরকার এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছে এবং সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকর্মীরা তল্লাশি শুরু করলেও দ্বিতীয় দফায় আরও ভূমিধসের আশঙ্কায় কয়েক ঘণ্টা অভিযান স্থগিত রাখতে হয়।

তাহিতি মূল ভূখণ্ডে না হলেও দ্বীপটির প্রশাসনিক নিয়ন্ত্রণ ফ্রান্সের অধীনে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]