ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু

আপলোড সময় : ২৭-১১-২০২৫ ১০:০২:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৫ ১০:০২:২৬ অপরাহ্ন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং ঘুষ গ্রহণের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগগুলোর প্রাথমিক যাচাই শেষে কমিশন আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুদকের পরিচালক ঈশিতা রনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে। বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত শিরোনামেও এসব অভিযোগের বিষয়টি উল্লেখ করা হয়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে কোরবানির পশুর হাটের ইজারা, ব্যাটারিচালিত রিকশা চালুর অনুমতি এবং কয়েকটি প্রশাসনিক সিদ্ধান্তে অনিয়মের অভিযোগ উঠে আসে। এসব তথ্য সামনে আসার পর দুর্নীতি দমন কমিশন বিষয়টি যাচাই করার সিদ্ধান্ত নেয়।

গণঅভ্যুত্থানে পূর্ববর্তী সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রসহ মোট ১,৮৭৩ জন নির্বাচিত প্রতিনিধিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। এর পর চলতি বছরের ফেব্রুয়ারিতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার মোহাম্মদ এজাজকে ডিএনসিসির প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। তিনি এখনো একই দায়িত্ব পালন করছেন।

দুদকের অনুসন্ধান শুরু হওয়ায় অভিযোগগুলোর সত্যতা ও প্রাসঙ্গিকতা যাচাইয়ের প্রক্রিয়া এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]