চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী পরিচয়ে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে ঘোরাফেরা করা এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটক ব্যক্তির নাম মিনহাজ ইসলাম রিফাত। বুধবার (২৬ নভেম্বর) রাতে শিক্ষার্থীদের সন্দেহের ভিত্তিতে তাকে শনাক্ত করা হয়।
অর্থনীতি বিভাগের কয়েকজন শিক্ষার্থী মিনহাজকে জিরো পয়েন্ট পুলিশ বক্সে নিয়ে গেলে প্রক্টরিয়াল টিম ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা তাকে হেফাজতে নেয়। পরে তার কাছে পাওয়া পরিচয়পত্র থেকে জানা যায়, তিনি চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠান ‘আর এইচ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-এ চাকরি করেন। তবুও তিনি নিজেকে অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।
শিক্ষার্থীদের অভিযোগ, মিনহাজ বিভিন্ন সিনিয়র নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ বার্তা পাঠাতেন। বিভাগের তৃতীয় বর্ষের শ্রেণি প্রতিনিধি সৃজিতা জানান, “অনেকদিন ধরেই তার কথাবার্তা নিয়ে সন্দেহ ছিল। সে আমাদের বিভাগের ছাত্র বলে দাবি করলেও আমি বুঝতে পারি সে ভুয়া। আজ আমরা তাকে হাতে-নাতে ধরে ফেলি।”
চবি সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, “আমরা নিশ্চিত হয়েছি তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। তার কাছে পাওয়া পরিচয়পত্রে হাসপাতালের চাকরির তথ্য রয়েছে। এছাড়া তিনি ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে যোগাযোগ তৈরি করেছিলেন, যা উদ্বেগের বিষয়।” তিনি আরও জানান, মিনহাজকে নিরাপত্তা দপ্তরে হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত সেখানেই নেওয়া হবে।