কড়াইল বস্তির আগুন: তদন্তে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের কমিটি

আপলোড সময় : ২৬-১১-২০২৫ ১১:২১:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৫ ১১:২১:১৯ অপরাহ্ন

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। বুধবার প্রকাশিত এক বার্তায় জানানো হয়, কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পিএফএম শাখার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান। এছাড়া ঢাকা জোন–২, তেজগাঁও স্টেশন ও ঢাকা–২৩ ইউনিটের তিন কর্মকর্তাকে সদস্য করা হয়েছে।
 

মঙ্গলবার সন্ধ্যায় কড়াইল বস্তিতে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় দেড় হাজার ঘর পুড়ে যায়, ফলে বহু পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে।
 

ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আগুনে গৃহহীন হওয়া মানুষের কষ্ট সবার জন্যই বেদনাদায়ক এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। একই সঙ্গে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার এবং অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখে ভবিষ্যতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
 

বস্তির আগুন নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকেও প্রতিক্রিয়া এসেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘটনাটিতে উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান সাম্প্রতিক ধারাবাহিক অগ্নিকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা গুরুত্ব দিয়ে পর্যালোচনার আহ্বান জানিয়েছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]