বাংলাদেশের পক্ষ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো আনুষ্ঠানিক চিঠি বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বুধবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অনুরোধটি বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
জয়সওয়াল বলেন, ভারত ইতোমধ্যে ঢাকা থেকে পাঠানো অনুরোধপত্র পেয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশের জনগণের প্রতি নয়াদিল্লির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি জানান যে, ভারত এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ অব্যাহত রাখবে।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের ভিত্তিতে জুলাইয়ের হত্যাযজ্ঞে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর দাবি জানিয়ে বাংলাদেশ সরকার দিল্লিকে আনুষ্ঠানিক চিঠি দেয়।
রবিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ২১ নভেম্বর ভারতের উদ্দেশে চিঠিটি পাঠানো হয়েছে এবং তা সরাসরি দিল্লিতে পৌঁছেছে। তিনি বলেন, আইসিটি রায় সংযুক্ত করে আনুষ্ঠানিকভাবে দুই দিন আগেই অনুরোধ পাঠানো হয়।