রাজধানীর কড়াইল বস্তিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার খবর দিয়েছে। এই ঘটনার কারণে আহতদের দ্রুত আরোগ্য কামনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ড. মুহাম্মদ ইউনূস এক বার্তায় বলেন, “কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে গৃহহীন হয়ে পড়া পরিবারগুলোর দুঃখ আমাদের সবার জন্য গভীর উদ্বেগের। তাদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।” তিনি আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, আগুন বিকাল সাড়ে ৫টার দিকে লাগলেও, ফায়ার সার্ভিসের তৎপরতায় তা রাত ১০টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে। এই ধরণের অগ্নিকাণ্ডে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া ও ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিত করা সামাজিক নিরাপত্তা ও জনস্বার্থের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।