৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে শান্তিপূর্ণ পদযাত্রা করা শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও শিক্ষা–গবেষণা সেলের সহ-সম্পাদক মাহাবুব আলম পাঠানো এক বিবৃতিতে এই অবস্থান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপসহ যে কোনো ধরনের অতিরিক্ত বলপ্রয়োগ গণতান্ত্রিক চর্চার পরিপন্থী এবং রাষ্ট্রীয় সংস্থার জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তোলে। এনসিপি জানায়, শিক্ষার্থীরা কয়েক দফায় তাদের কেন্দ্রীয় কার্যালয়ে এসে পরীক্ষা পিছিয়ে দেওয়ার যৌক্তিক দাবির কথা জানালেও পিএসসি বা সংশ্লিষ্ট সরকারি সংস্থার কাছ থেকে কোনো সমাধান পাওয়া যায়নি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর গঠিত সরকার ও পিএসসি তরুণ চাকরি প্রার্থীদের যথাযথ গুরুত্ব দিতে ব্যর্থ হয়েছে। এনসিপির মতে, দেশের মেধাবী শিক্ষার্থীদের যৌক্তিক দাবি শোনার জন্য সংলাপই হওয়া উচিত প্রথম পদক্ষেপ; দমনমূলক আচরণ শিক্ষার্থীদের মধ্যে অজান্তে ভয়ের পরিবেশ তৈরি করে এবং রাষ্ট্রের প্রতি আস্থা ক্ষুণ্ন করে।
দলটি শিক্ষার্থীদের দাবির বিষয়ে দ্রুত আলোচনায় বসতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় এবং শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সব গণতান্ত্রিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানায়।
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর থেকে দেশের আটটি কেন্দ্র—ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে—একযোগে শুরু হবে। কারিগরি ও পেশাগত ক্যাডারের পরীক্ষাগুলো চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে শহীদ মিনার থেকে টিএসসি হয়ে শাহবাগ পর্যন্ত পদযাত্রা করলে পুলিশ তাদের শাহবাগ থানার সামনে ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এ সময় কাফনের কাপড় মাথায় বেঁধে ও হাতে ফুল নিয়ে শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে কথা বলেন এবং পরে সেখানেই অবস্থান কর্মসূচি পালন করেন।