রংপুরের পীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় মিজানুর রহমান নামে একজনকে জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রংপুরের সিনিয়র দায়রা জজ ফজলে খোদা মো. নাজির রায় ঘোষণা করেন। দণ্ডিত মিজানুর রহমান রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
এ ঘটনায় সাক্ষীকে আহত করার দায়ে খাদেমুল ইসলামকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মামলার অন্য একজনকে খালাস দেওয়া হয়েছে। আরেক আসামি মাহফুজার রহমান মৃত্যুবরণ করায় পূর্বেই তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৪ সালের ১ এপ্রিল পীরগঞ্জ উপজেলার বড় আলমপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় মিজানুর রহমান চাইনিজ কুড়াল দিয়ে আব্দুল হালিম মিয়ারের মাথায় আঘাত করেন। এছাড়া, মাহফুজার রহমান লোহার রড দিয়ে আঘাত করে তাকে গুরুতর জখম করেন। আহত অবস্থায় চিকিৎসাধীন আব্দুল হালিম পরবর্তীতে মৃত্যু বরণ করেন। নিহতের ভাই আ. রহিম বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী, পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আফতাব উদ্দিন বলেন, “মামলাটির দীর্ঘ বিচারপ্রক্রিয়া চলছিল। মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণ উপস্থাপন করা হয়েছে। আদালত সত্য প্রতিষ্ঠিত হওয়ায় ন্যায়সঙ্গত রায় প্রদান করেছেন। এই রায়ের মাধ্যমে নিহতের পরিবার ন্যায়বিচার পেয়েছে।”
আসামিপক্ষের আইনজীবী মো. আব্দুর রশীদ চৌধুরী জানান, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।