মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট

আপলোড সময় : ২৫-১১-২০২৫ ০৭:৩৩:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৫ ০৭:৩৩:৩১ অপরাহ্ন

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের মোট ১৫টি ইউনিট। মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের খবর পাওয়ার পরপরই দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নেভানোর চেষ্টা শুরু করে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানায়, প্রথমে ১১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতি জটিল হয়ে উঠলে আরও পাঁচটি ইউনিট যোগ করা হয়। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের উৎস বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দমকল কর্তৃপক্ষ।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বস্তির বিস্তীর্ণ অংশে আগুন ছড়িয়ে পড়েছে এবং ঘন ধোঁয়া দূর থেকেই দৃশ্যমান। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড নতুন নয়। এর আগে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি রাতে একই এলাকায় আগুন লাগে, যেখানে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে ৬১টি ঘর রক্ষা করতে সক্ষম হয়। এর দুই মাস আগে, ২০২৪ সালের ১৮ ডিসেম্বরও বস্তিটিতে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]