আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে পাকিস্তানের বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৯ শিশু রয়েছে। সোমবার গভীর রাতে খোস্ত প্রদেশে একটি বাড়িতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ।
তালেবান সরকারের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, খোস্তের গোরবুজ জেলায় ওয়ালিয়াত খান নামে স্থানীয় এক বাসিন্দার বাড়ি লক্ষ্য করে বোমা হামলা হয়। তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে জানান, ধ্বংসস্তূপের নিচে নিহতদের বেশিরভাগই শিশু—যাদের মধ্যে পাঁচজন ছেলে এবং চারজন মেয়ে। নিহতদের সঙ্গে এক নারীও ছিলেন।
এ ছাড়া কুনার ও পাকতিকা প্রদেশে আরও কয়েকটি পৃথক বিমান হামলার ঘটনার কথা জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। এসব হামলায় অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে বলে জানিয়েছে স্থানীয় পর্যবেক্ষকরা।