প্রধান শিক্ষকদের যে নির্দেশনা দিলো শিক্ষা বোর্ড

আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ০৯:৪৯:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০৬:০০:৪৮ অপরাহ্ন
২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ে চিহ্নিত ভুল সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। এসএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে আগামী ৭ জুলাইয়ের মধ্যে ভুল সংশোধনের প্রস্তাব নির্ধারিত ইমেইলে ছক অনুযায়ী পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠি থেকে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ছক (NikoshBan, ১২ ফর্ম) অনুযায়ী সংশোধনের প্রস্তাব প্রস্তুত করতে হবে এবং তা হার্ড কপির পাশাপাশি সফট কপিও [email protected] এই ইমেইলে পাঠাতে হবে।

এই নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠির প্রেক্ষিতে জারি করা হয়েছে। এর লক্ষ্য হলো পাঠ্যবইয়ের মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য আরো নির্ভুল ও তথ্যবহুল পাঠদান নিশ্চিত করা।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, শিক্ষকদের পাঠ্যবইয়ে চিহ্নিত ভুলগুলো নির্ধারিত ছকে উপস্থাপন করে তা দ্রুত সময়ের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ে তথ্যগত ভুল নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এই প্রক্রিয়ার মাধ্যমে সেই ভুলগুলো সংশোধন করে পরবর্তী সংস্করণে তা পরিমার্জনের উদ্যোগ নেয়া হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]